সুযোগ-সুবিধা


আল-হুদা একাডেমি শিক্ষার্থীদের জন্য একটি ফলপ্রসূ ও আরামদায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নিম্নলিখিত সুবিধাগুলো প্রদান করে:

  • শ্রেণিকক্ষ: পর্যাপ্ত আলো-বাতাস এবং আধুনিক শিক্ষণ সরঞ্জাম (মাল্টিমিডিয়া প্রজেক্টর)-সহ প্রশস্ত শ্রেণিকক্ষ।
  • ডিজিটাল হাজিরা সিষ্টেম: আমাদের শিক্ষার্থীদের জন্য রয়েছে একাধিক ডিজিটাল হাজিরা সিষ্টেম। অভিভাবকগন দেখতে পারবে ঘরে বসেই তার সন্তানের হাজিরা রিপোর্ট। 
  • বিজ্ঞান ও প্রযুক্তি ল্যাব: আধুনিক যন্ত্রপাতি-সহ বিজ্ঞানাগার এবং ইন্টারনেট সংযোগ-সহ কম্পিউটার ল্যাব।
  • গ্রন্থাগার: আধুনিক ও ইসলামি বইয়ের বিশাল সংগ্রহ নিয়ে গঠিত সমৃদ্ধ পাঠাগার।
  • সালাত কক্ষ/নামাজ ঘর: শিক্ষার্থীদের জন্য দৈনিক জামাতে সালাত আদায়ের সুব্যবস্থা।
  • খেলার ব্যবস্থা: শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠ এবং ইনডোর গেমসের সরঞ্জাম।
  • নিরাপত্তা ও শৃঙ্খলা: সিসিটিভি নজরদারি এবং নৈতিক পরিবেশ বজায় রাখার জন্য কঠোর শৃঙ্খলা ব্যবস্থা।